সত্য ঘটনা 💀☠️
সালটা ২০০৩!
সে বছর সারা দেশে খুব বন্যা হয়েছিলো।
এসএসসি পর হাতে তিন মাস সময়।
চিন্তা হলো কম্পিউটার শিখবো।
যেই চিন্তা সেই কাজ। সিটিতে মা
ভয় গল্পঃ১ । ভূতুরে গপ্পো
সত্য ঘটনা 💀☠️ সালটা ২০০৩! সে বছর সারা দেশে খুব বন্যা হয়েছিলো। এসএসসি পর হাতে তিন মাস সময়। চিন্তা হলো কম্পিউটার শিখবো। যেই চিন্তা সেই কাজ। সিটিতে মামার বাসায় চলে গেলাম সেখানে এক কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৩ মাসের কোর্সে ভতি হলাম। এসএসসির রেজাল্টের সময় চলে এলো মামার কাছে জানতে পারলাম আগামীকাল রেজাল্ট দিবে। বিকেলে খবরটা পেলাম এখনই বাড়িতে যেতে হবে। কালকের স্পেশাল দিনটা বাড়িতে না থাকলে কি হয়। যেই ভাবনা সেই কাজ মাগরিবের আগে রওনা দিলাম। মামানি মানা করলো বললো সকাল সকাল যেও। আমারতো আর এক মিনিটও মন টিকছে না। শহর থেকে লঞ্চে নদী পাড় হলাম। এখান থেকে ২ টা বেবিটেক্সি পরিবর্তন করে এলাকার বাজারে আসতে হয় সেখান থেকে রিকসা করে গ্রামের কাছাকাছি তারপর ২০ মিনিট হাটতে হয় বাড়িতে পৌছাতে। বন্যার সময় ঠিকঠাক জায়গা মত গাড়ি পাবো কি পাবো না সেগুলো মাথায় ছিলো না। বাড়িতে যেতে হবে এটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। লঞ্চ থেকে নেমে প্রথমেই দেখলাম স্টান্ডে গাড়ি নেই অনেক লোক দাড়িয়ে আছে অনেকে হাটতে শুরু করলো। আমি অপেক্ষা করছি রাত তখন ৮ টা। অনেক্ক্ষণ পর ২ টা গাড়ি আসলো। হুরুহুরি করে একটা ফুল আরেকটায় গিয়ে বসতেই ড্রাইভার বল্লো গাড়িতে এ…