প্রতিশোধ
#প্রথম_পর্ব #ভূতুরে_গপ্পো
বেস্ট ফ্রেন্ডের সুইসাইড নোটে স্পষ্ট অক্ষরে লিখা "আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী" ওর মৃত্যু সংবাদ শুনে
প্রতিশোধ, প্রথম পর্ব | ভূতুরে গপ্পো
প্রতিশোধ মেঘাদ্রিতা_মেঘা #প্রথম_পর্ব #ভূতুরে_গপ্পো বেস্ট ফ্রেন্ডের সুইসাইড নোটে স্পষ্ট অক্ষরে লিখা "আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী" ওর মৃত্যু সংবাদ শুনে যতটা না শকড হয়েছি,তার চেয়ে বেশি অবাক হয়েছি সুইসাইড নোটে আমার নিজের নাম দেখে। আমি মেঘা।আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অধরা।সেই ছোট বেলা থেকে আমরা এক সাথে বড় হয়েছি।কত ভালো সম্পর্ক আমাদের।দুজন দুজনকে ছাড়া কিচ্ছু ভাবতে পারিনা আমরা। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই এক সাথে আমাদের। ও সব সময় বলতো,মেঘা শোন! আমরা দুজন বিয়ে কিন্তু এক বাড়ীতে করবো। যেই বাসায় দুই ভাই আছে সেই বাড়ীতে। তাহলেই আমরা সারাজীবন এক সাথে থাকতে পারবো।আমাদের আর আলাদা হতে হবেনা কোন দিন। আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবোনা। জবাবে বলেছিলাম,দুই ভাই যদি এক বাসায় না থাকে?ছেলে যদি একাই হয়।এমন ছেলে পক্ষ থেকে যদি আমাদের জন্য বিয়ের প্রস্তাব আসে? আর ভাই থাকলেও সেই ভাই যদি পিচ্চি হয়,তখন কি করবি? অধরা হাসতে হাসতে বলেছিলো তখন ওই এক ছেলেকেই আমরা বিয়ে করবো।সতীন হয়ে থাকবো,তবুও তোকে আমি হারাতে পারবোনা। আমরা দুজন সব সময় এক রকম ড্রেস বানিয়েছি। আমাদের বাসার সবাই থেকে শুরু করে স্কুল কলেজের সবাই জানতো,আম…