পরী পর্বঃ ৪ | ভূতুরে গপ্পো

------ #পরী ------ Part-4 . জঙ্গলের মধ্যে আমি একা একা হাটছি। ভোর অথবা গোধূলি, আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না। এখানে আরো একজন আছে, অবশ্য দেখতে পাচ্ছ
পরী পর্বঃ ৪ | ভূতুরে গপ্পো
------ #পরী ------ Part-4 . জঙ্গলের মধ্যে আমি একা একা হাটছি। ভোর অথবা গোধূলি, আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না। এখানে আরো একজন আছে, অবশ্য দেখতে পাচ্ছি না তাকে। শুধু টের পাচ্ছি কেউ আছে। আমার খুব কাছে চলে আসছে। চাচ্ছিলাম না কেউ আমার কাছে আসুক। দৌড়ে এখান থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু দৌড়াতে পারলাম নাহ। পা দুটো অনেক ভারি মনে হচ্ছিলো, কিছু একটা ধরে রেখেছে। চিৎকার করতে চাচ্ছি কিন্তু কোন শব্দ বের হচ্ছে না। জেগে উঠে দেখলাম জানালা ভেদ করে সাদা আলো আসছে। বৃষ্টি টা ও থেমে গেছে। বাহিরে পাখি কিচিরমিচির করছে। আবির এখনো ঘুমোচ্ছে। খাট থেকে নেমে গিয়ে পর্দা সরিয়ে জানালার পাশে এসে দাড়ালাম, আর স্বপ্নটার কথা ভাবতে লাগলাম। এর আগে অবশ্য এমন স্বপ্ন কখনো দেখিনি। জানালার পশে দাড়িয়ে বাহিরটা দেখছি। মৃদু একটা হাওয়া এসে গায়ে লাগলো। পাখিদের উড়ে যাওয়া দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলো। ছোট বেলায় সুপার ম্যান ছবিটা দেখে অনেক উড়তে ইচ্ছে করতো। আম্মু সুপার ম্যান এর চাইল্ড কস্টিউম টা কিনে দিয়েছিলো। আমি কস্টিউম টা পড়ে সুপার ম্যন এর মতো দৌড়ে এসে আম্মুর গালে চুমো দিতাম। আম্মুকে খুব মিস করছি। খাটের কাছে গিয়ে বালিশের পাশ থেকে ফ…

About the author

Tech Blogger.

একটি মন্তব্য পোস্ট করুন