------ #পরী ------
Part-3
.
আমি আর আবির খাবার খেয়ে ছাদে উঠলাম। আবির সিগারেট ধরালো ওদের ছাদটা অনেক বড় ছাদে কিছু ফুলের গাছ আর একটা দোলনা ও আছে। বাড়ির প
পরী পর্বঃ ৩ | ভূতুরে গপ্পো
------ #পরী ------ Part-3 . আমি আর আবির খাবার খেয়ে ছাদে উঠলাম। আবির সিগারেট ধরালো ওদের ছাদটা অনেক বড় ছাদে কিছু ফুলের গাছ আর একটা দোলনা ও আছে। বাড়ির পেছনে বড় একটা পুকুর। আবির তোদের পুকুরে মাছ আছে? -হুম আছে ইনফেক্ট তুই এই পুকুরের মাছ দিয়ে লাঞ্চ করেছিস। =কাল এই পুকুরে গোসল করবো মাছ ধরবো। -আচ্ছা ধরিস। তুই কি ছাদে থাকবি? =হে কেনো তুই কি চলে যাবি। -হুম। আমি রুম এ যাচ্ছি তুই চারপাশ টা দেখ। আবির ছাদ থেকে নেমে গেলো। আবির দের বাসার চারপাশ বাউন্ডারি করা। নিচে একপাশে একটা দোলনা আছে অন্যপাশে ফুলের বাগান। চার পাশে হাতে গুনা কয়েকটা বাড়ি। কিছুক্ষন পর রুমে আসলাম কেমেরা নেয়ার জন্য আবির ঘুমাচ্ছে , ভাবছিলাম ওরে নিয়ে গ্রামটা ঘুরে দেখবো কিন্তু ও ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না নিচে নেমে এসে দেখি সবাই বিয়ের কাজ নিয়ে ব্যাস্ত। আন্টি ছোট চাচির সাথে বসে কাজ করছিলেন আমি গিয়ে আন্টিকে বল্লাম আমি গ্রামটা ঘুরে দেখবো আন্টি বল্লো আবিরকে নিয়ে যাও। -আবির তো ঘুমাচ্ছে। =আচ্ছা আমি রিয়া কে ডেকে দিচ্ছি তুমি ওর সাথে যাও। ছেট চাচি বল্লো ফায়াজ এখানে কেমন লাগছে? জ্বি আন্টি ভালো লাগছে। তমার সাথে তো তোমার পরিচয় হয় নি তুমি যখন আসছিলা ও তখন আমার বড় বোন…