সাজুর ময়নাতদন্তের রিপোর্ট দেখে চোখ কপালে উঠে গেল আমার । এটা কী করে সম্ভব !! হৃদপিন্ডে নখের আঁচড় !!
সাত পাঁচ ভেবে লাশটা ভ্যানে তুলে সদর হাসপাতাল থেকে স
আঁচড় | ভূতুরে গপ্পো
সাজুর ময়নাতদন্তের রিপোর্ট দেখে চোখ কপালে উঠে গেল আমার । এটা কী করে সম্ভব !! হৃদপিন্ডে নখের আঁচড় !! সাত পাঁচ ভেবে লাশটা ভ্যানে তুলে সদর হাসপাতাল থেকে সোজা কুট্টিপুর চলে আসলাম । থানায় এসে দেখি একজন সাংবাদিক বসে আছেন। সাজুর মৃত্যুর ব্যাপারে জানতে চান তিনি । আমি কেশে গলা পরিষ্কার করে বললাম,'আমি তানজির শাহরিন । কুট্টিপুর গ্রামের বর্তমান ওসি। আজ সকাল ৬টা নাগাদ খবর পাই যে সাজু মারা গেছে। মৃতদেহ দেখে ভেবেছিলাম হার্ট অ্যাটাকে মারা গেছে । কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানতে পারি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । তবে সবচেয়ে ভয়ংকর তথ্যটা হল ওর হৃদপিন্ডে নখের আঁচড় পাওয়া গেছে। আমরা বিষয়টা নিয়ে দ্রুতই তদন্ত শুরু করবো।তদন্তে নতুন কিছু জানতে পারলে আপনাদের জানাবো।' আমার কথা শেষ হলে সাংবাদিক চলে গেলেন।আমিও থানা থেকে বের হলাম। বান্দরবানের অত্যন্ত দুর্গম গ্রাম কুট্টিপুর। সবমিলিয়ে ষাট সত্তর জন মানুষের বাস এখানে। কোনো হাসপাতাল বা স্কুল নেই।পাঁচ কি.মি দূরে সদরে যেতে হয় গ্রামবাসীদের । এখানে টিনের তৈরী সেমিপাকা ছোট একটা থানা আছে । এমন গ্রামে থানার ওসি হওয়া দূর্ভাগ্যই বটে। যাই হোক, থানা থেকে বেরিয়ে সাজুর বা…