গল্পঃ সুমন
পর্ব_২
লেখকঃ আকাশ মাহামুদ
সুমন নামে আমার একটা বন্ধু ছিল যে আত্মহত্যা করে মারা গিয়েছিল । নিচের ঘটনাগুলো তার মৃত্যুর পরে ঘটে ।
(এক ❤)
একবার
সুমন -পর্ব ২ | ভূতুরে গপ্পো
গল্পঃ সুমন পর্ব_২ লেখকঃ আকাশ মাহামুদ সুমন নামে আমার একটা বন্ধু ছিল যে আত্মহত্যা করে মারা গিয়েছিল । নিচের ঘটনাগুলো তার মৃত্যুর পরে ঘটে । (এক ❤) একবার এক বন্ধুর বাড়িতে গিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেলো আমার । রাত এগারোটার দিকে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে বাইকে উঠলাম । বাইকে করে যখন রহিমপুর গোরস্থানের কাছে এলাম তখন হঠাৎ বাইক বন্ধ হয়ে গেলো। রাস্তার পাশে বাইক সাইড করে বসে বসে দেখছি আর ভাবছি হলো কি । তেল আছে সব ঠিক আছে কিন্তু বাইক স্ট্যাড নেয় না । কিকের পর কিক মারছি আর নেমে নেমে দেখছি সমস্যা কি । মেজাজ খারাপ । সিগারেট ধরিয়ে টানছি আর দেখছি । যখন বাইকের মটর বসে দেখছি তখন বাইকের ওপারে এসে সুমন দাঁড়িয়ে বললো, কিরে বাইকে কি হয়ছে ? আমি একবার ওর দিকে তাকিয়ে স্বাভাবিক ভাবে বললাম, আর বলিস না দোস্ত, কি যে হলো বুঝতে পারছি না । স্ট্যাড নিচ্ছে না । তুই এখানে কি করিস ? সুমন বললো একটু ঘুরতে বের হয়েছি । একা একা ভালো লাগছিল না । আমি দাঁড়িয়ে হাতে লেগে যাওয়া প্লাগের কালি কাপড়ে মুছতে মুছতে বললাম, দেখি এইবার স্ট্যাড নেয় কি না । এই বলে কিক মারতেই বাইক স্ট্যাড নিলো । আমি বললাম, থাক গেলাম । এই বলে বাইকে একটা টান দি…