সুমন - পর্ব ৩ | ভূতুরে গপ্পো

সুমন মরার বছরখানেক পরের ঘটনা । আমার এক বন্ধুর কাছে থেকে ঘটনাটি শুনেছিলাম। বন্ধু রাতে একা থাকে বলে তার এক সিনিয়র ভাতিজা তার সঙ্গে থাকে । ভাতিজার নাম
সুমন - পর্ব ৩ | ভূতুরে গপ্পো
গল্প: সুমন  পর্ব: ৩ (শেষ পার্ট) লেখক : আকাশ মাহামুদ (চার +) সুমন মরার বছরখানেক পরের ঘটনা । আমার এক বন্ধুর কাছে থেকে ঘটনাটি শুনেছিলাম। বন্ধু রাতে একা থাকে বলে তার এক সিনিয়র ভাতিজা তার সঙ্গে থাকে । ভাতিজার নাম রবি । রবির দোকান আছে যা সে প্রতিদিন রাত এগারোটার দিকে বন্ধ করে এসে বন্ধুর ঘরে এক খাটে ঘুমাই । বন্ধুর মুখে যেভাবে শুনেছি নিচে সেইভাবেই লিখছি । আমি শুয়ে ছিলাম । চোখ দুটো একটু ঘুমে বন্ধ হয়ে এসেছে । হঠাৎ রবি চাচা এসে দরজায় নক করে ভেতরে ঢুকলো । তারপর আমার মাথার কাছে এসে বসলো । সারাদিন কি করেছে না করেছে তা নিয়ে গল্প করছি । হঠাৎ আমি দেখলাম রবি চাচার চোখ মুখ পঁচে গলে খসে পরছে । চোখ দুটো বের হয়ে এসেছে কোটর থেকে। কথা বলতে বলতে এমন কেন হবে বলে আমি যখন বিছানা থেকে উঠতে লাগলাম তখন রবি চাচা আমার বুকের উপরে একটা হাত দিলেন । আমি উঠতে পারছি না কথাও বলতে পারছি না । চিৎকারও দিতে পারছি না । আমি দেখলাম যে হাত আমার বুকের উপরে তা কোন স্বাভাবিক মানুষের হাত না । ধীরে ধীরে হাতের চাপ বাড়ছে । এইদিকে রবি চাচার মুখের সব চামড়া মাংস খসে পরেছে এবং এক সময় চেহারা সুমনের চেহারার হয়ে গেছে । আমি মনে মনে যখন দোয়া পড়তে লাগ…

About the author

Tech Blogger.

একটি মন্তব্য পোস্ট করুন