প্রতিশোধ, ২য় পর্ব | ভূতুরে গপ্পো
প্রতিশোধ #২য়_পর্ব #ভূতুরে_গপ্পো রাইটার: মেঘাদ্রিতা_মেঘা সুইসাইড নোটে লিখা ছিলো "আমার মৃত্যুর জন্য মেঘা দায়ী" লিখাটা পড়ে আমি কিছু বলতে যাবো ,আর তখনই সে আমার মুখ টা তার হাত দিয়ে আটকে ধরে বলে চুপ!কোন কথা বলোনা। কাউকে কিছু বলার দরকার নেই।সব কথা পরে হবে। এই কথা বলে মানুষ টা কাগজ টাকে নিজের পকেটে আবার রেখে দিলো।এই মানুষ টা কে জানেন? এই মানুষ টা আর কেউ না,অধরারই ভালবাসার মানুষ।যাকে কিনা অধরা ওর জীবনের থেকেও বেশি ভালবাসতো আবির ভাইয়াকে।আবির ভাইয়াও অধরাকে খুব ভালবাসে। দুজনের প্রায় ১ বছরের রিলেশন।যদিও মেয়েটা সব সময় বলতো আমরা কিন্তু এক বাসায়ই বিয়ে করবো।যেই বাসায় দুই ছেলে আছে সেই বাসায় বিয়ে করবো।কিন্তু ভালবাসা এমন একটা জিনিস, কখন কার প্রতি হয়ে যায় বলা যায়না। আবির ভাইয়া বাড়ীর এক মাত্র ছেলে হওয়া সত্বেও অধরা তার প্রেমে পড়ে যায়। আর আমাকে বলে,দোস্ত কি করবো বল,জানি যে আবির বাবা মায়ের এক মাত্র সন্তান। কিন্তু আমি যে ভালবেসে ফেলেছি ওকে। সমস্যা নেই সতীন বানাবোনে তোকে। তাহলেই তো এক সাথে থাকতে পারবো। এই বলে হেসে দিতো মেয়েটা। আমি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি আবির ভাইয়ার দিকে। আর ভাবছি,সুইসাইড নোটে আমার নাম কেন লিখা? ও আম…