------ #পরী ------
Part-5
.
অনেকক্ষণ যাবৎ মাছ ধরছিলাম তৃশা আমার থেকে ও বেশি মাছ ধরে অনেক খুশি হয়ে গেলো,
দেখলেন মিস্টার বলেছিলাম না আপনি আমার সাথে মাছ
পরী পর্বঃ ৫ | ভূতুরে গপ্পো
------ #পরী ------ Part-5 . অনেকক্ষণ যাবৎ মাছ ধরছিলাম তৃশা আমার থেকে ও বেশি মাছ ধরে অনেক খুশি হয়ে গেলো, দেখলেন মিস্টার বলেছিলাম না আপনি আমার সাথে মাছ ধরে পারবেন না। অযথাই বাজি ধরে হেরে গেলেন এখন আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। -ভয়ে ভয়ে বল্লাম কি করতে হবে আমাকে? আবির বলেছে আপনি নাকি ভালো বাইক রাইড করতে পারেন। আপনি আমাকে বাইকে নিয়ে ঘুরাবেন। -আমার কাছে তো এখন বাইক নেই আপনাকে ঘুরাবো কিভাবে আর গ্রামটা ও আমি ভালো মতো চিনি না। চলেন আমার সাথে। আমি আর ও বাসায় আসলাম। আবিরের ভাইয়ার কাছে গিয়ে তৃশা বাইকের চাবি নিয়ে আসলো। এর পর বাইকের কাছে আমাকে নিয়ে গিয়ে চাবি দিয়ে বল্লো চলান, গ্রাম টা আমি চিনি আপনাকে চিনতে হবে না। আমি ওকে নিয়ে বের হলাম। ওর দেখানো পথে কিছুকক্ষণ যাওয়ার পর একটা বীল দেখতে পেলাম। বীলটা অনেক সুন্দর ছিলো, বীলের মাঝ দিয়ে একটা উচু কাঁচা রাস্তা একদম বীলের শেষ পর্যন্ত। চারপাশে পানি, ছরিয়ে ছিটিয়ে আছে কাশ ফুল, মনে হচ্ছে রং তুলিতে আঁকা কাল্পনিক ক্যানভাস। আমি তৃশা কে নিয়ে রাস্তাটা দিয়ে বাইক চালাচ্ছি। খানিকটা যাওয়ার পর ও বল্লো বাইক থামান। বাইক থামানোর পর ও নেমে গিয়ে ঘাসের উপরে বসলো, আমি ও বাইক রেখে ওর প…