কাজল রেখা পর্বঃ ১ | ভূতুরে গপ্পো

হাতে রশি নিয়ে আত্মহত্যা করতে এগিয়ে যাচ্ছে কাজল রেখা । অন্ধকার রাতে একরাশ নিশ্চুপ নিরবতা কে সঙ্গে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে সে । তার অশ্রু সিক্ত ন
কাজল রেখা পর্বঃ ১ | ভূতুরে গপ্পো
কাজল রেখা পর্বঃ ১ হাতে রশি নিয়ে আত্মহত্যা করতে এগিয়ে যাচ্ছে কাজল রেখা । অন্ধকার রাতে একরাশ নিশ্চুপ নিরবতা কে সঙ্গে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে সে । তার  অশ্রু সিক্ত নয়নে যেনো কোনো আশার আলো নেই ।  কি লাভ বেঁচে থেকে, যেখানে তার কোনো মূল্য নেই। সন টা ২০০২ সাল,  সিরাজগঞ্জের প্রত্যান্ত এক গ্রামের ছেলে নজির মিয়া। বিদেশে থাকতেন তিনি। পূর্বে পারিবারিক অভাব থাকলেও, বিদেশে পাড়ি দেওয়ার পর বেশ ভালোই সচ্ছলতা এসেছে নজির মিয়ার পরিবারে । নজির মিয়ার বাপ ওসমান মিয়ার পুরোনো বন্ধু শাকের আলী, তার একমাত্র কন্যা ফুলবানু । তার সঙ্গে অনেক ধুমধাম করে বিবাহ হয় নজির মিয়ার।  বিবাহের কয়েক দিন পরেই নজির মিয়া আবারো বিদেশে পাড়ি জমান। ঠিক একবছর পর তাদের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়। গায়ের রং কালো বলে তার নাম রাখা হয় কাজল রেখা ।  এমনিতে নজির মিয়ার গায়ের রং সাদা এবং ফুলবানুও তেমনি। কিন্তু মেয়েটা কালো হলো কেনো এই নিয়ে বেশ কানাকানি শুরু হয় । বিবাহের কয়েক দিন পরেই স্বামী বিদেশে গেছেন, তাহলে এই সন্তান কিভাবে জন্ম নিয়েছে? এই নিয়েও গায়ের মানুষের কানাকানির শেষ নেই । যখন কাজল রেখার বয়স সবে ১ বছর পূর্ন হলো ঠিক…

About the author

Tech Blogger.

একটি মন্তব্য পোস্ট করুন