পরী -------
Part-1
.
ফায়াজ কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাএ, দেখতেও হিরোদের মত। কলেজের সব বন্ধুরা ফায়াজকে অনেক পছন্দ করতো। ভদ্রতার দিক দিয়ে ফায়াজ কলেজের
পরী পর্বঃ ১ | ভূতুরে গপ্পো
------- #পরী ------- Part-1 . ফায়াজ কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাএ, দেখতেও হিরোদের মত। কলেজের সব বন্ধুরা ফায়াজকে অনেক পছন্দ করতো। ভদ্রতার দিক দিয়ে ফায়াজ কলেজের সবার উর্ধে। ফায়াজের বেষ্ট ফ্রেন্ড হলো আবির। ছাএ হিসেবে আবির ফায়াজের মতো ব্রিলিয়ান্ট না হলেও বুদ্ধিতে অনেক এগিয়ে। ফায়াজ আর আবির একই ফ্লাট এ থাকে, মেস্ এর মতো না কারন মেস্ এ তো এক রুম এ দুই জন তিন জন ও থাকে ওরা দুই জন আলাদা আলাদা রুম এ থাকে। বাসায় টিভি ফ্রিজ থেকে শুরু করে সব ফার্ণিচারই আছে। আবির অবশ্য কিছু দিন কলেজের হলে ছিলো, হোস্টেলের খাবার কতটা আপডেট সেইটা তো আপনারা কম বেশি সবাই জানেন।আবির দু মাস ও হোস্টেলে টিকে নি। হোস্টেল ছেড়ে ফায়াজের বাসায় উঠেছে। কাজের বুয়া প্রতিদিন ঘর গোছানো থেকে শুরু করে কাপড় কাচা রান্না-বান্না সহ সব কাজ করে দিয়ে যায়। ফায়াজ আরর আবির উচ্চ মধ্যবিও পরিবারের ছেলে।ফায়াজের বাবা ব্যবসায়ী আর মা সরকারি চাকুরী করেন। ফায়াজ মা-বাবার অনেক আদরের একমাএ সন্তান। আর আবিরে বাবা রিটায়ার্ড সরকারী কর্মকর্তা মা গৃহিণী। আবিরা দুই ভাই এক বোন। আবিরের বড় ভাই ব্যাবসা করেন। বিয়ে করেছেন দুই বছরের একটা মেয়ে ও আছে। আবিরের ছোট বোন ক্লাস ট…