পরী পর্বঃ ২ | ভূতুরে গপ্পো

------ # পরী ------ Part-2 . কলেজের অনেক মেয়েই ওর জন্য পাগল বাট ও এই সব প্রেম টেম এ বিশ্বাস করে না।তার ও একটা কারন আছ
পরী পর্বঃ ২ | ভূতুরে গপ্পো
------ # পরী ------ Part-2 . কলেজের অনেক মেয়েই ওর জন্য পাগল বাট ও এই সব প্রেম টেম এ বিশ্বাস করে না।তার ও একটা কারন আছে স্কুল লাইফে নাকি একটা মেয়ের সাথে প্রেম করতো মেয়েটা নাকি অনেক সুন্দরী ছিলো ৪ মাস পর একদিন মেয়েটার সাথে একটা ছেলেকে দেখে ফায়াজ। মেয়েটা ছেলেটার হাত ধরে হাটছিলো। এর পর ফায়াজ ওরে ফোন দেয় জিগ্যেস করে কি করো? মেয়ে নাকি বলেছিলো স্কুলে আছি। এর পর ফায়াজ ফোনটা রেখে দেয়। ফায়াজ মেয়েটাকে অনেক বিশ্বাস করতে। অনেক কষ্ট পেয়েছিলো তখন ওর এস এস সি পরিক্ষা চলছিলো। ঔ দিন ও অনেক কেঁদেছিল। ফায়াজের আম্মু ওদের সম্পর্কের কথা জানতো। উনিও অনেক কষ্ট পেয়েছিলেন। তখন আন্টি ফায়াজের পাশে ছিলেন। তবে সবচেয়ে বড় চাপ আসলো ফায়াজের পরীক্ষায়। ডিপ্রেশনের জন্য রেজাল্ট একটু খারাপ হয়েছিলো, এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ওর জায়গায় আমি থাকলে কয়েক সাবজেক্ট এ লাড্ডু মেরে দিতাম। ওর রুম থেকে বের হয়ে কিচেনে গিয়ে খাবার গুলো রেখে আমার রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে এশে দেখি ফায়াজ ঘুম থেকে উঠছে। -কিরে কখন আসলি? =কিছুক্ষণ হলো। -ডাক দিস নি কেনো? =ঘুমাচ্ছিলি তাই। -খাবার আনছিস? =হে কই যাচ্ছিস? -কিচেনে খাবার গুলো গরম করবো। =তোর গরম করা লা…

About the author

Tech Blogger.

একটি মন্তব্য পোস্ট করুন